JOY of Giving
Share This News:“খুব ফুর্তি লাগছে বাই!"
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পানিবন্দী বানভাসি মানুষরা এভাবেই তাদের অনুভুতি জানান দিলো তাদের পাশে দাঁড়ানো ইপিলিয়ন গ্রুপকে! বাংলাদেশের উত্তর পূর্বে সিলেট সুনামগঞ্জ অঞ্চলে ভয়াবহ বন্যায় ৩০ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বর্তমানে সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলা দেশ থেকে বিচ্ছিন্ন। দেশের এই ক্রান্তিকালে প্রতিবারের মতো এবারো ইপিলিয়ন গ্রুপ "জয় অফ গিভিং" প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জের দুর্গম এলাকার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিক সহায়তা নিয়ে।
সবাই সবার অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমেই সম্ভব প্রাকৃতিক দুর্যোগ সহ সকল প্রতিকূলতা মোকাবেলা করা।