Epyllion hosts "Floating Mezban" for the displaced by Flood in Sunamganj
Share This News:ভাতে মাছে বাঙালি ! কিন্তু জীবন যখন সংকটে তখন দেশের উত্তর পূর্ব অঞ্চলের অগণিত বানভাসি মানুষ অর্ধপেটে অথবা যৎসামান্য শুকনা খাবার খেয়ে দিন পার করছেন। সুনামগঞ্জের তাহিরপুরে ত্রাণ বিতরণ কার্যক্রমের মাঝে বারবার এই অভুক্ত মানুষের মুখে ভাত তুলে দেবার ইচ্ছাটা দমিয়ে রাখতে পারেনি ইপিলিয়ন গ্রুপের ত্রাণকার্য পরিচালনাকারী টিমকে। আয়োজন করা হয় ঔ এলাকার ইতিহাসের প্রথম ভাসমান মেজবান, এক হাজারের বেশি মানুষ নৌকা করে দুরদুরান্ত থেকে এসে হাসিমুখে দুপুর থেকে রাত পর্যন্ত এই মেজবান খেয়ে যায়। এই কার্যক্রম টাংগুয়ার ওয়াচ টাওয়ার এ সম্পন্ন হয় ।