পহেলা বৈশাখের এই দিনে, তাদের জন্য ইপিলিয়ন ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রয়াস!

Share This News:

আপনারই এসময়ের বীরযোদ্ধা, পাশে আছি সব সময়|| পৃথিবীর ইতিহাসে সভ্যতার প্রয়োজনে বীরযোদ্ধারা বার বার ফিরে এসেছে। কখনো মাতৃভূমি রক্ষার্থে কখনো বা জীবন বাঁচাতে। বিশ্বব্যপী এখন করোনার বিরুদ্ধে এই যুদ্ধক্ষেত্রেও আমাদের দেশে নেমেছে কয়েকদল সাহসী বীর, যারা কাজ করছে আমাদের অস্তিত্ব রক্ষার্থে । প্রশাসন, চিকিৎসক, মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ কিংবা সমাজসেবক, এই সময়ের তাঁরাই প্রকৃত বীরযোদ্ধা। পহেলা বৈশাখের এই দিনে, তাদের জন্য ইপিলিয়ন ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রয়াস! “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা”