নিরাপদ পৃথিবীর অপেক্ষায়
Share This News:April 28 · বাংলাদেশে অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে করোনা রোগীর সংখ্যা। মাত্র চারটি জেলা ছাড়া সমগ্র দেশ এখন কোভিড-১৯ ভাইরাস সংক্রমিত। এ পর্যন্ত কুমিল্লায় ৫৭ জন এবং মাগুড়া জেলায় মোট ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। দেশের এ ক্লান্তিলগ্নে ইপিলিয়ন ফাউন্ডেশন বাংলাদেশের বিভিন্ন জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। গত ২৫ শে এপ্রিল মাগুড়া জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং লাক্সাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসায় সহায়তার জন্য প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) সহ অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়েছে ইপিলিয়ন ফাইন্ডেশন। নিরাপদ পৃথিবীর অপেক্ষায় সহযোগিতার মনোভাব নিয়ে আমরা পাশে আছি সবসময়।