মনে নেই ঈদের আনন্দ কিংবা মহামারী করোনার ভয়!
Share This News:চারদিক পানিতে থৈ থৈ! বানে ভাসছে জনজীবন ঘরের ছাদে মানুষের বসবাস! মনে নেই ঈদের আনন্দ কিংবা মহামারী করোনার ভয়! আছে শুধু তৃষ্ণার্ত আর ক্ষুধার্ত মানুষের চোখে শুধুমাত্র বেঁচে থাকার আকুতিভরা টলটলে চাহুনি।একদিকে মহামারী করোনা আর আরেক দিকে প্রলয়ংকারী বন্যার নির্মম ছোবলে দিশেহারা বাংলাদেশ এর মানুষ যেন লড়ে যাচ্ছে অবিরাম।সময় ক্ষেপন না করে প্রতিবারের মত এবারও দেশের ৩৮ টি জেলার ৪০ লাখ মানুষের টিকে থাকার আকুতিভরা আহাজারিতে ইপিলিয়ন ফাউন্ডেশন আলোর পথ যাত্রী হয়ে পৌঁছে গেছে সিরাজগঞ্জের রাজাপারা ইউনিয়ন, বেলকুচি পৌরসভা, বড় ধুল ও সাদিয়া চাদপুর উপজেলায়। বন্যা কবলিত ১০০০ (এক হাজার) পরিবারের জন্য প্রায় ১৫ দিনের খাবার সহ ১৮ ধরনের প্রয়োজনীয় সামগ্রী ও ভালবাসা বিতরণ করেছে ইপিলিয়ন ফাউন্ডেশনের কয়েকজন সাহসী ঊর্ধ্বতন কর্মকর্তার দল। করোনাকালীন মহামারী পরিস্থিতিতে এই দুরহ কাজটি করতে যারা সর্বাত্মক সাহায্য করেছেন তারা হচ্ছেন সিরাজগঞ্জ এর র্যাপিড একশন ব্যাটালিয়ন-১২। র্যাব-১২ এর জন্য অনেক সম্মান ও ভালোবাসা।