Dear Stress, let’s break up

Share This News:

সুস্বাস্থ্য নিশ্চিত হয় সঠিক শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরিচর্যার মাধ্যমে। সুস্থ চিন্তা, অনুভব এবং আচরণ সুস্থ মানসিক স্বাস্থ্যের বহিঃপ্রকাশ যা ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের আর্থ -সামাজিক প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্যের বিষয়গুলি সবসময় কিছুটা উপেক্ষিত। ইপিলিয়ন গ্রুপ মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে “Dear Stress, let’s break up” স্লোগানে দিনব্যাপী “Care for your Mental Health” প্রোগ্রামটি আয়োজন করে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে স্ট্রেস স্ক্রীনিং বুথে স্ট্রেস মেজার করা সহ বিশিষ্ট মনোবিদ ডক্টর লিপি গ্লোরিয়ার ট্রেস ম্যানেজমেন্টের ওপর কর্মশালার মাধ্যমে দিবসটি পালিত হয়। মানসিক স্বাস্থ্যের সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে উঠুক সুন্দর জীবন।