World Diabetes Day 2021

Share This News:

ডায়াবেটিস জীবনব্যাপী রোগ, যা থেকে প্রাণঘাতী বিভিন্ন শারীরিক জটিলতা হতে পারে। বাংলাদেশে ডায়াবেটিস রুগীর সংখ্যা প্রায় ৮৪ লাখ। স্থুলতা বা ওজন বৃদ্ধি টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম কারণ। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শরীরের উচ্চতা ও ওজনের আনুপাতিক হার অনুযায়ী বডি মাস ইনডেক্স (BMI) পরিমাপের মাধ্যমে কোনো ব্যক্তি মাত্রাধিক ওজন (per-obese) বিশিষ্ট কিনা তা জানা থাকাটা খুব জরুরি। আর তাই বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের অংশ হিসাবে গত ১৭ নভেম্বর থেকে ইপিলিয়ন গ্রুপ BMI হেলথ ক্যাম্প সূচনা করেছে। দিনব্যাপী এই আয়োজনে থাকছে BMI , ব্লাড সুগার, ব্লাড প্রেসার এবং ইসিজি টেস্টের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ডাক্তার পরামর্শ ও সঠিক খাদ্য তালিকা প্রদান । হেলথ ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় আছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।