অমর একুশে। চিরকুটে ভাষা উৎসব |

Share This News:

চিরকুটে ভাষা উৎসব

আজ আমরা যে ভাষায় কথা বলছি, যে ভাষায় গান গাইছি, যে ভাষাকে ভালোবাসছি, সেই ভাষা আমরা পেয়েছি কিছু আত্মত্যাগী মানুষের জন্যে বিনম্র শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি তাদের মনের ভাব প্রকাশে মাতৃভাষার বিকল্প নাই সকল অনুভূতি আর অনুপ্রেরণার কেন্ত্রবিন্দু হচ্ছে এই মাতৃভাষা আমরা পরিবারের থেকে বেশি সময় কাটাই আমাদের কর্মস্থলের পরিবারের সাথে, সহকর্মীর সহচর্যে একসাথে সবাই সম্পর্কহীন সম্পর্কের বন্ধনে জড়িয়ে আছি আমরা | ইপিলিয়ন গ্রুপ, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপনে, তাদের দৈনন্দিন জীবনের জটিলতা থেকে কিছুটা মুহূর্ত ছুটি নিয়ে লিখেছে সহকর্মীর জন্যে একটি চিরকুট চিরকুটে ভাষা উৎসবের এই আয়োজনে আমাদের সহকর্মীর একটি ইতিবাচক কথা আমাদেরকে দিয়েছে অনুপ্রেরণা প্রশান্তি | সকলের লেখা চিরকুটগুলি প্রদর্শিত হয়েছেচিরকুটে ভাষা উৎসব বোর্ডে দিনশেষে ভাষার ব্যবহার নির্ধারণ করে আমাদের সম্পর্কের সমীকরণ | মাতৃভাষার এই উষ্ণতা ছড়িয়ে পড়ুক সবখানে |