Womens Football- International womens day
Share This News:ঢাকার কাছেই নারায়ণগঞ্জ জেলা! তবুও অনেক নাগরিক সুবিধা থেকে যেনো অনেক দুরে! এই অঞ্চলের কাঁটাতারের মতো গড়ে উঠা বিভিন্ন সামাজিক বাঁধা অতিক্রম করে, মোসলে উদ্দিন খন্দকার ওরফে বিদ্যুৎ চাচার পথনির্দেশনায় ২০০৪ সাল থেকে যাত্রা শুরু হয় ঐতিহ্যবাহী নারায়নগজ্ঞ প্রমিলা ফুটবল একাডেমির! ইপিলিয়ন ফাউন্ডেশনের “ফুটবল ডেভলপমেন্ট প্রোগ্রামের” হাত ধরে আজকে এই একাডেমি অনেক দুর এগিয়েছে! মাক্সুদা খন্দকার সুখী সহ আরোও ৯ জন জাতীয় ফুটবলারের জন্ম দিয়েছে এই ক্লাব! কিন্তু এই পথ কখনই মসৃণ ছিলো না! একাডেমিতে প্রশিক্ষণরত নারী খেলোয়াররা কোন না কোন ভাবে বিভিন্ন সামাজিক-পারিবারিক কিংবা আর্থিক প্রতিকুলতার শিকার হয়েছে নিয়মিত! তবুও সামান্যতমও দমে যাননি তাঁরা। সকল বাঁধা কাটিয়ে তাঁরা নিয়মিত প্রশিক্ষণ করতে চলে আসে মাঠে। প্রকৃতিতে বহমান নদী যেমন তার পারিপার্শ্বিক পরিবেশে প্রাণসঞ্চার করে, তেমনি প্রমিলা ফুটবল একাডেমির দুর্নিবার নারী খেলোয়াড়রা নারায়ণগঞ্জের সামাজিক ও নারীশক্তির উন্নয়নকে করেছে বেগবান ও প্রানবন্ত। তাঁদের দুর্বার ইচ্ছাশক্তি, যা সমাজের বাঁধাধরা নিয়মনীতিকে ভেঙ্গে ফেলে নতুন এক সমতাদর্শী মানসিকতা তৈরীতে ভুমিকা রাখছে! তারা চায় মুক্ত আকাশ , তারা চায় উড়তে , ডানার দাবি তারা জানায় না কখনো , কারণ পাহাড়সম দৃঢ় ইচ্ছেশক্তি তাদের রক্তে। সকল নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সবাইকে জানাই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ।