Health Camp _ রমজানে স্বাস্থ্য সচেতনতা
Share This News:রমজানে স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য রক্ষায় রমজান পালন অপরিহার্য কিন্তু ডায়াবেটিস রোগী, প্রবীন, গর্ভবতী মা অথবা ওষুধ সেবন করছেন এমন অনেকের জন্য রমজান পালনে নিতে হয় বাড়তি সতর্কতা। রমজানের সেহেরী ও ইফতারের খাদ্য তালিকাও হওয়া উচিত পুষ্টি সম্মত। বিগত ২১ সে মার্চ, ইপিলিয়ন ফাউন্ডেশন পরিচালিত “ই-সেবা” স্বাস্থ্য কেন্দ্রে "রমজানে স্বাস্থ্য সচেতনতা" হেলথ ক্যাম্পের মাধ্যমে নারায়ণগঞ্জের নবীগঞ্জবাসীর কাছে সুস্থভাবে রমজান পালনের দিক নির্দেশনা তুলে ধরা হয় । হেলথ ক্যাম্পটিতে ছিল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা কর্মশালা এবং ডাক্তারের পরামর্শ। চিকিৎসা থেকে প্রতিরোধই উত্তম, তাই আসুন রোজার আগে সবাই স্বাস্থ্য সচেতনতার বিষয় জেনে নিয়ে পবিত্র রমজানের প্রস্তুতি গ্রহণ করি ।