বঙ্গের বারো বচন

Share This News:

বাংলার ঐতিহ্য গল্প-সমৃদ্ধ প্রাচীনকাল থেকে অঞ্চলের লোকমুখে ঘুরে ফিরেছে অসংখ্য গল্প লোকগীতি, পালাগান, রূপকথা, যাত্রাপালা এই সবের মাঝে বাংলার মানুষ শুধু আনন্দ খুঁজে ফেরেনি বরং নিজেদের জীবনকে তুলে ধরেছে এক কাব্যিক সুরে লোকমুখে সৃষ্টি আমাদের লোকসাহিত্যের মন্ত্রমুগ্ধ সব চরিত্র রূপ পেয়েছে শত বছরে বাঙালীর অস্তিত্বের সাথে এক দৃঢ় বন্ধনে বাধা পড়া লোকগল্পের মাঝে আমরা কখনো না কখনো ডুব দিয়েছি, আরোহন করেছি নির্মল আনন্দ সেই সব পৌরাণিক, ঐতিহাসিক আর লোককথার চরিত্র খনা, চন্দ্রাবতী, বেহুলা - লখীন্দর, রহিম - রূপবান , বনবিবি, নিশি, শাঁকচুন্নী, বোবা, কানাভোলা, আলেয়া, মনসা ডালিম কুমারদের নিয়ে ইপিলিয়ন গ্রুপ উপস্থাপন করছে বাংলা পঞ্জিকা ১৪৩০ "বঙ্গের বারো বচন"